নিজ বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন কামাল

বিএনপির মহাসচিবের শোক

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১৯: ১৯
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১৯: ৪৩

নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামালের (৬৩) দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার(১৫ আগস্ট) বাদ জুমা সোনাইমুড়ী পৌরসভার বাটরা গ্রামের মারজানুল উলুম মাদরাসা প্রাঙ্গণে জানাজা শেষে নিজ বাড়ির পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

বিজ্ঞাপন

এদিকে আনোয়ারুল হক কামালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।

পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে হঠাৎ অসুস্থ অনুভব করলে তাকে ঢাকার বারডেম হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।

এদিকে তার মৃত্যুতে এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘আনোয়ারুল হক কামালের মৃত্যুতে তার পরিবারবর্গ ও নিকটজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ্বাসী মরহুম আনোয়ারুল হক কামাল নোয়াখালী জেলা ও সোনাইমুড়ী উপজেলা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে গেছেন। তার মৃত্যুতে নোয়াখালী জেলা ও সোনাইমুড়ী উপজেলা বিএনপির যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়। জনপ্রতিনিধি হিসেবে এলাকায় তার অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসিব করেন এবং শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’

বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে নোয়খালীর সোনাইমুড়ীতে তার একাধিক জানাজায় স্থানীয় মানুষের সাথে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ জেলা উপজেলার নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত