আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আনোয়ারায় পারিবারিক কলহের জেরে

আত্মহত্যার চেষ্টায় মেয়ের মৃত্যু, মা জীবিত

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

আত্মহত্যার চেষ্টায় মেয়ের মৃত্যু, মা জীবিত

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কলহের জেরে মেয়েকে নিয়ে ইছামতি খালে এক গৃহবধূর আত্মহত্যা চেষ্টার ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৮ বছরের মেয়ে রাইসার মৃত্যু হলেও বেঁচে গেছেন তার মা জান্নাতুল ফেরদৌস (৩২)। মা জান্নাতুল ফেরদৌসের বাপের বাড়ি চাতরী, শ্বশুরবাড়ি সৈয়দ কুচাইয়া এলাকায়। স্বামীর নাম মো. কাইছার। স্বামী প্রবাসী।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, আনোয়ারা সদরে পথচারীরা ইছামতী খালের খাদ্যগুদামের পাশে সেতুর নিচে মা-মেয়েকে খালের পানিতে ভাসতে দেখে পার্শ্ববর্তী ফায়ার সার্ভিস অফিসে জানালে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মা-মেয়েকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক মেয়ে রাইসাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাইসার মামাতো ভাই মহিন বলেন, ‘নিহত রাইসা আমার মামাতো বোন। আমার মামা থাকেন বিদেশে। আমার জানামতে, তাদের পরিবারে কোনো অশান্তি ছিল না। কেন এ ঘটনা ঘটল, তা বুঝে আসছে না।’

আনোয়ারা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মুসরাত জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মা-মেয়েকে হাসপাতালে নিয়ে এলে দেখি মেয়ে মারা গেছে। মাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন