আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মানিকছড়িতে জিপ উল্টে চালক নিহত

উপজেলা প্রতিনিধি, মানিকছড়ি (খাগড়াছড়ি)

মানিকছড়িতে জিপ উল্টে চালক নিহত
ছবি: আমার দেশ

খাগড়াছড়ির মানিকছড়ির বাঞ্ছারামপাড়ায় লাকড়ি পরিবহনকারী জিপগাড়ি উল্টে চালক নিহত হয়েছেন।

শুক্রবার ভোররাতে মানিকছড়ি উপজেলার ২ নং বাটনাতলীর বাঞ্চারামপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হোসেন (২২) বাঞ্চারামপাড়ার আমিনুল ইসলাম ড্রাইভারের ছেলে।

বিজ্ঞাপন

জানা যায়, ভোররাতে জিপটি লাকড়ি বহন করে বাঞ্ছারামপাড়ার স্কুলটিলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই গুরুত্বর আহত চালক মারা যান। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, দুর্ঘটনায় নিহত চালক মো. হোসেনের লাশ যথাযথ আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...