মানিকছড়িতে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

উপজেলা প্রতিনিধি, মানিকছড়ি (খাগড়াছড়ি)
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১৩: ১৪

খাগড়াছড়ির মানিকছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অভিনব কায়দায় পাচারকালে ট্রলিব্যাগভর্তি ১২ কেজি গাঁজাসহ মো. শরিফ হোসেন (২৮) নামে এক মাদক কারবারি আটক হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার মহামুনি বাসস্ট্যান্ডের অদূরে তালতলা এলাকায় অভিনব কৌশলে (ট্রলিব্যাগে) ১২ কেজি গাঁজা পাচারকালে এই মাদক কারবারিকে আটক করে যৌথ বাহিনী। আটক শরিফ মাগুরা জেলা সদরের পাতুরা গ্রামের বাচ্চু হোসেনের ছেলে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল এর সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত