জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে অসহায় এক বিধবা হিন্দু মহিলার ঘর নির্মাণের দায়িত্ব নিয়েছেন জামায়াত নেতা ড. মুহাম্মদ রেজাউল করিম।
রোববার (৬ জুলাই) সকালে তিনি সদর উপজেলাধীন বাঙ্গাখাঁ ইউনিয়নের আমানুল্ল্যাপুর গ্রামের বিধবা ঝর্ণা রানীর জরাজীর্ণ ঘর পরিদর্শন করে নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেন।
রেজাউল করিম বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, আমানুল্ল্যাহপুর গ্রামে রোববার সকালে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. রেজাউল করিম। সেখানে তিনি জানতে পারেন বিধবা হিন্দু নারী ঝর্ণা রাণী ও তার সন্তানরা দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন। বিষয়টি ড. রেজাউল করিমের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে ঘর নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন।
ড. রেজাউল করিম বলেন, “মানবতা ও সেবাই ইসলামের মূল শিক্ষা। অসহায় যে-ই হোক, ধর্ম-বর্ণ নির্বিশেষে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
স্থানীয় জনগণ তার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি একটি ব্যতিক্রর্মী উদাহরণ, যা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
এ সময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নুর মোহাম্মদ রাসেল, বাঙ্গাখাঁ ইউনিয়ন সেক্রেটারি জহিরুল ইসলাম আনসারী, ওয়ার্ড সভাপতি মাস্টার হাফিজ উল্লা, শ্যামল ডাক্তার, সুমন মজুমদার, জীবন চন্দ্র শীল, কার্তিক চন্দ্র শীল, শ্যামল মজুমদার, দিলীপ দাস প্রমুখ।
লক্ষ্মীপুরে অসহায় এক বিধবা হিন্দু মহিলার ঘর নির্মাণের দায়িত্ব নিয়েছেন জামায়াত নেতা ড. মুহাম্মদ রেজাউল করিম।
রোববার (৬ জুলাই) সকালে তিনি সদর উপজেলাধীন বাঙ্গাখাঁ ইউনিয়নের আমানুল্ল্যাপুর গ্রামের বিধবা ঝর্ণা রানীর জরাজীর্ণ ঘর পরিদর্শন করে নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেন।
রেজাউল করিম বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি এবং লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, আমানুল্ল্যাহপুর গ্রামে রোববার সকালে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. রেজাউল করিম। সেখানে তিনি জানতে পারেন বিধবা হিন্দু নারী ঝর্ণা রাণী ও তার সন্তানরা দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন। বিষয়টি ড. রেজাউল করিমের দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে ঘর নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন।
ড. রেজাউল করিম বলেন, “মানবতা ও সেবাই ইসলামের মূল শিক্ষা। অসহায় যে-ই হোক, ধর্ম-বর্ণ নির্বিশেষে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
স্থানীয় জনগণ তার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি একটি ব্যতিক্রর্মী উদাহরণ, যা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
এ সময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নুর মোহাম্মদ রাসেল, বাঙ্গাখাঁ ইউনিয়ন সেক্রেটারি জহিরুল ইসলাম আনসারী, ওয়ার্ড সভাপতি মাস্টার হাফিজ উল্লা, শ্যামল ডাক্তার, সুমন মজুমদার, জীবন চন্দ্র শীল, কার্তিক চন্দ্র শীল, শ্যামল মজুমদার, দিলীপ দাস প্রমুখ।
কুমিল্লা রসুলপুর রেলওয়ে স্টেশনের কর্মকর্তা আমজাদ হোসেন জানান, সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে চট্টগ্রাম যাওয়ার পথে রসুলপুর রেলওয়ে স্টেশনের ৪ নম্বর লাইনে প্রবেশ করার সময় ১০টি চাকা লাইনচ্যুত হয়। তবে কেউ হতাহত হয়নি।
৭ মিনিট আগেএদিকে কক্সবাজারে জুলাই পদযাত্রা শেষে এনসিপির নেতাকর্মীরা আর চকরিয়ায় যাননি। তারা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেনাবাহিনী ও পুলিশ প্রহরায় চলে গেছেন বান্দরবানে।
১৬ মিনিট আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পুলিশের আইনশৃঙ্খলা সভায় অতিথির আসনে বসে বক্তব্য দিয়েছেন দুই আওয়ামী লীগ নেতা। এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় এক সভায় বসে আছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম, আরেক সভায় বসে আছেন উপ-পুলিশ পরিদর্শক বাবলু পাল।
৩২ মিনিট আগেময়বুল ইসলামের অভিযোগ, ইউএনও তাকে আবারো প্রসিডিউর মেইনটেন করে আনতে বলে কালেক্ষপন করছেন। এ ব্যাপারে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী জানান, এখনো আদালতের কোনো কাগজপত্র আমরা পাইনি। কাগজ পেলে ব্যবস্থা নেয়া হবে, তবে সকল প্রসিডিউর মেইনটেন করতে বলেন আবারো।
১ ঘণ্টা আগে