আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মহিলা জামায়াতকর্মীদের হেনস্তার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

উপজেলা প্রতিনিধি, গোপালপুর (টাঙ্গাইল)

মহিলা জামায়াতকর্মীদের হেনস্তার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

টাঙ্গাইল-২ আসনের প্রার্থী মাওলানা হুমায়ুন কবীরের পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাওয়ায় মহিলা কর্মীদের ওপর বিএনপি কর্মীদের হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে মঙ্গলবার গোপালপুর শাখার মহিলা জামায়াত বিক্ষোভ মিছিল করেছে।

জানা যায়, গত সোমবার গোপালপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের সূতী নয়াপাড়া গ্রামের বিএনপির চাঁন মিয়ার ছেলে সাইফুল ইসলাম বাবু, কুরবান আলীর ছেলে মহিউদ্দিন, কোরবান আলীর ছেলে চান মিয়ার নেতৃত্বে চার-পাঁচজন মহিলা জামায়াতকর্মীর ওপর হামলা করে।

বিজ্ঞাপন

এর প্রতিবাদ করলে সাইফুল ইসলাম বাবু মহিলা জামায়াতকর্মীদের গায়ে হাত তোলেন। এর প্রতিবাদে মঙ্গলবার বেলা ১১টায় গোহাটা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালপুর থানার সামনে মানববন্ধন ও সমাবেশ করে।

জামায়াতের গোপালপুর উপজেলা আমির হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন টাঙ্গাইল-২ আসনের জামায়াত প্রার্থী মাওলানা হুমায়ুন কবীর। এছাড়াও বক্তব্য দেন মহিলা জামায়াতের টাঙ্গাইল জেলা সেক্রেটারি নাসরিন সুলতানা, জেলা কর্মপরিষদ সদস্য রহিমা সুলতানা, ফজিলা বেগম, শিল্পী খাতুন, জান্নাতুন নাহার, শরিফা খাতুন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন