উপজেলা প্রতিনিধি, নিকলী (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের নিকলীতে বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উভয়পক্ষের সাতজন আহত হন।
মঙ্গলবার সকালে উপজেলার নতুন বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কেলন এবং ইসলাম উদ্দিন নামে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানান, গত সোমবার রাতে উপজেলার ঘোড়াউত্ররা নদীতে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের সময় এক বালুখেকোকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
বিষয়টি নিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে যুবদল নেতা আজহারুল ইসলাম সোহেলের অনুসারী এবং বিএনপি নেতা গিয়াসউদ্দিনের অনুসারীরা মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হন। এতে পুরো বাজারে থমথমে এবং ভীতিকর পরিবেশ তৈরি হয়। সংঘর্ষে সোহেল ও গিয়াসউদ্দিনও আহত হন।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম সোহেল বলেন, ‘নিকলী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াসউদ্দিনের ছেলে সাইদুর রহমান ওরফে সাইদুসহ কয়েকজন মিলে ঘোড়াউত্রা নদী থেকে রাতের আঁধারে অনেকদিন ধরে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করছিল। তাদের হাতেনাতে ধরে ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। নদীর ইজারাদার হিসেবে তখন আমি উপস্থিত ছিলাম।’
বিএনপি নেতা গিয়াসউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, কেন হামলা হলো? কী কারণ, কিছুই তিনি জানেন না।
নিকলী থানার ওসি কাজী আরিফ উদ্দিন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সময় জরিমানা আদায়কে কেন্দ্র করে নিকলী সদরের নতুন বাজারে দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয়পক্ষের ১০-১২ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
কিশোরগঞ্জের নিকলীতে বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় উভয়পক্ষের সাতজন আহত হন।
মঙ্গলবার সকালে উপজেলার নতুন বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কেলন এবং ইসলাম উদ্দিন নামে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানান, গত সোমবার রাতে উপজেলার ঘোড়াউত্ররা নদীতে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের সময় এক বালুখেকোকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
বিষয়টি নিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে যুবদল নেতা আজহারুল ইসলাম সোহেলের অনুসারী এবং বিএনপি নেতা গিয়াসউদ্দিনের অনুসারীরা মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হন। এতে পুরো বাজারে থমথমে এবং ভীতিকর পরিবেশ তৈরি হয়। সংঘর্ষে সোহেল ও গিয়াসউদ্দিনও আহত হন।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম সোহেল বলেন, ‘নিকলী সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গিয়াসউদ্দিনের ছেলে সাইদুর রহমান ওরফে সাইদুসহ কয়েকজন মিলে ঘোড়াউত্রা নদী থেকে রাতের আঁধারে অনেকদিন ধরে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করছিল। তাদের হাতেনাতে ধরে ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। নদীর ইজারাদার হিসেবে তখন আমি উপস্থিত ছিলাম।’
বিএনপি নেতা গিয়াসউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, কেন হামলা হলো? কী কারণ, কিছুই তিনি জানেন না।
নিকলী থানার ওসি কাজী আরিফ উদ্দিন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের সময় জরিমানা আদায়কে কেন্দ্র করে নিকলী সদরের নতুন বাজারে দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয়পক্ষের ১০-১২ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৪২ মিনিট আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
১ ঘণ্টা আগে