সকল জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মাদারীপুর-১ শিবচর আসনে প্রার্থী পরিবর্তন করল বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এ আসনের প্রাথমিক মনোনয়ন প্রার্থী হিসেবে কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়েছিল। তবে এ সিদ্ধান্তকে কেন্দ্র করে এলাকায় আন্দোলন ও ক্ষোভ প্রকাশ করেছিলেন স্থানীয় নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন করে ৩৬ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেন। এ তালিকায় মাদারীপুর-১ আসনে নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে নাদিরা মিঠু চৌধুরীর নাম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির নতুন মনোনীত প্রার্থী নাদিরা মিঠু চৌধুরী মাদারীপুর জেলার শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর স্ত্রী। নাদিরা মিঠু চৌধুরীর শশুর বিএনপির সাবেক সংসদ সদস্য মরহুম শামসুল হুদা চৌধুরী বাদশা মিয়া। বর্তমানে নাদিরা মিঠু মাদারীপুর জেলা বিএনপির সদস্য ও শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগেও তিনি বিএনপির মনোনয়ন নিয়ে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ২০১৮ সালের বিএনপি দুজন মনোনীত প্রার্থীর মধ্যে তার নামও ছিল। অর্থাৎ ওই সময় এক নম্বর মনোনীত প্রার্থী ছিলেন সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকী আর বিকল্প প্রার্থী ছিলেন নাদিরা মিঠু চৌধুরীর নাম।
উল্লেখ্য যে গত সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।এ সময় মাদারীপুর-১ (শিবচর) আসনের মনোনয়ন-প্রার্থী কামাল জামান মোল্লার নামও ঘোষণা করা হয়েছিল। তবে পরে 'অনিবার্য কারণে' ওই আসনে তার প্রার্থিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনার পরেই জমে ওঠে শিবচরে রাজনীতি।মনোনয়ন পেতে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন মনোনয়ন প্রত্যাশীরা। বৃহস্পতিবার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন করে ৩৬ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে,যেখানে নাদিরা মিঠু চৌধুরীকে প্রার্থী ঘোষণা করা হয়।

