আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফরিদপুরে ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)

ফরিদপুরে ঐতিহ্যবাহী গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
ছবি: আমার দেশ।

গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী সংস্কৃতি গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চর যাত্রাবাড়ি এলাকার বালুর মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত প্রতিযোগিতায় এডভোকেট ইনজামামুল হক মিঠুর সভাপতিত্বে এবং মুন্সি ইশরাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর–৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান (বদু), সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি শহিদুল ইসলাম খান বাবুল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি টিকিয়ে রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আয়োজকরা জানান, হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই গরু দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন