মাদারীপুরে তিন ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় ৪৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে সদর থানায় এ মামলা করেন নিহতের মা সুফিয়া বেগম। মামলা অজ্ঞাত আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান। তিনি বলেন, মামলায় মোহাম্মদ শাহজাহান, মতিন মোল্লা, হোসেন শিকদারের নাম রয়েছে। বাকিদের নাম আপাতত বলা যাচ্ছে না। তবে এরই মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও জানান, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের অবৈধ বালু ব্যবসায় ও আধিপত্য নিয়ে দীর্ঘ দিন ধরে স্থানীয় মোহম্মদ শাহজাহান খান ও মতিন মোল্লা গ্রুপের সঙ্গে সাইফুল সরদারের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে শনিবার (৮ মার্চ) সকাল ১০টার দিকে শাহজাহান খান ও সাইফুল সরদারের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাইফুল সরদার, আতাবুর সরদার ঘটনাস্থলেই মারা যায়। আর পলাশ সরদার ঢাকা নেয়ার পথে মারা যায়। ঘটনার পর থেকে এলাকায় পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের সদস্যদের মোতায়ন করে রাখা আছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

