আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিশ্ব ইজতেমায় ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি

বিশ্ব ইজতেমায় ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা

টঙ্গীর তুরাগ নদীর তীরে চলমান বিশ্ব ইজতেমা উপলক্ষে ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

রোববার সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যাতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব ইজতেমার সময় বিপুলসংখ্যক দেশি-বিদেশি মুসল্লির সমাগম ঘটে, যা নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার জন্য বিশেষ মনোযোগ প্রয়োজন। তাই, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সিটিএসবি-এর অনুমতি ছাড়া ২ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ১৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত ইজতেমা ময়দান এবং তার আশপাশের ২ কিলোমিটার এলাকায় ড্রোন, ড্রোন ক্যামেরা বা অন্য কোনো ভিডিও সহ ইলেকট্রনিক ডিভাইস উড়ানো বা ব্যবহার না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি, সরকারি সংস্থাগুলোর পক্ষ থেকে ড্রোন ব্যবহারের সময় এবং সংখ্যা সম্পর্কে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সিটিএসবি’কে পূর্বে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন