আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মৎস্যজীবী ছাড়া কাউকে ইজারা দেয়া যাবে না: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

মৎস্যজীবী ছাড়া কাউকে ইজারা দেয়া যাবে না: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, একমাত্র মৎস্যজীবী ছাড়া কাউকে ইজারা দেয়া যাবে না। হাওরে মাছের প্রজনন বৃদ্ধি ও পানির প্রবাহ ঠিক রাখতে অলওয়েদার রোডে আরো কালভার্ট নির্মাণ করতে হবে।

বিজ্ঞাপন

রোববার দুপুরে মিঠামইন অডিটরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কিশোরগঞ্জের হাওরে মিটামইন, ইটনা ও অষ্টগ্ৰাম উপজেলার নিবন্ধিত মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরোও বলেন, সব প্রাকৃতিক পরিবর্তন কিন্তু প্রকৃতির সৃষ্টি না, কিছু কিছু সৃষ্টি মানুষের।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মেজাবে রহমতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস অধিদপ্তরের মহাপরিচালক ড. মুহাম্মদ আব্দুর রউফ।

বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ আব্দুল্লাহ মামুন। অনুষ্ঠানে শতাধিক মৎস্যজীবী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...