ছাত্রদল নেতার দোকানে যুবদল কর্মীর হামলা, গুলিবিদ্ধ পোশাক শ্রমিক

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ১৬: ২০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদল নেতার দোকানে যুবদল কর্মীর হামলায় গুলিবিদ্ধ হয়েছেন এক পোশাক শ্রমিক। গুলিবিদ্ধ সুমন (২৫) নামে স্থানীয় একটি কারখানার পোশাক শ্রমিক। সোমবার রাত সাড়ে ১০টায় উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দুইজন।

বিজ্ঞাপন

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার রাত ৯টার দিকে গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া ঈদগাহ মাঠের সামনে ছাত্রদল নেতা রকি ও যুবদল কর্মী লেবু আরিফের কথা কাটাকাটি হয়। রাত সাড়ে ১০টার সময় লেবু আরিফ দলবলসহ ছাত্রদল নেতা রকির ফার্মেসিতে হামলা ও গুলি করে। এতে সুমন (২৫) গুলিবিদ্ধ হন। আহত হন সাইফুল ও বাবু। সুমনকে প্রথমে ডিকেএমসি হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রূপগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, ঘটনার পরপরই এলাকায় অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। তবে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত