গাজীপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ১১: ৪৯
আপডেট : ০৩ জুন ২০২৫, ১৩: ১৫

গাজীপুরের শ্রীপুরে নয়নপুর নতুন বাজার এলাকায় জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানার এক শ্রমিক গতকাল ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে। এ ঘটনায় শ্রমিকরা মঙ্গলবার সকালে কারখানা ভাঙচুরের চেষ্টা চালায়।

বিজ্ঞাপন

এ সময় পুলিশ বাধা দিলে শ্রমিকদের ধাওয়া-পাল্টা হয়। পুলিশের এপিসি কার ভাঙচুর করে শ্রমিকরা। পরে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী। পুলিশের সাথে যৌথ অভিযানে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। অভিযানে বেশকিছু টিয়াসেল ও লাঠি চার্জ করা হয়। এ ঘটনায় ১১ পুলিশ সদস্যসহ অন্তত অর্ধশত শ্রমিক আহত হয়েছেন।

শ্রীপুর থানার ওসি আব্দুল বারিক ও শ্রমিকরা জানান, গতকাল কারখানা কর্তৃপক্ষের কাছে ছুটি চাইতে গিয়েছিলেন জাকির হোসেন। কিন্তু ছুটি না দিয়ে তার সঙ্গে দুর্ব্যবহার করার কারণে তিনি অভিমানে কারখানার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।

শ্রমিক নিহত হওয়ার ঘটনায় আজ মঙ্গলবার সকালে শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানা ভাঙচুর শুরু করে। খবর পেয়ে পুলিশ তাহলে পৌঁছে তাদের বাধা দিলে শ্রমিকরা পুলিশের উপর হামলা চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তবে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, শিল্প পুলিশ, থানা পুলিশসহ বিপুল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত আছেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত