ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে মাদারীপুরের রাজৈরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় সচেতন নাগরিক সমাজের আয়োজনে পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। অংশগ্রহণকারীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘হাদীর ওপর হামলা কেন? প্রশাসন জবাব চাই’, ‘লাগছে গুলি হাদীর গায়ে, আমরা আছি লাখো ভাই’, ‘তুমি কে আমি কে—ওসমান হাদী, ওসমান হাদী’, ‘আমজনতা এক হও, অন্যায়কে রুখে দাও’, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করো একসাথে’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’সহ নানা প্রতিবাদী স্লোগান দেন।
প্রতিবাদ সভায় সঞ্চালনা করেন মাওলানা মাহামুদুল্লা ফাহামি। বক্তব্য রাখেন মাওলানা নুরুজ্জামান নোমানী, মাওলানা ইমরান হোসেন ফরিদি, মাওলানা মাহাবুবুর রহমান, মাওলানা শরীয়তউল্লাহ সাদনান ও মাওলানা ওমর ফারুক।

