রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের আমতলা এলাকায় গত ২৭ ডিসেম্বর শনিবার দুপুরে অবৈধভাবে মাটি কেটে ইট ভাটায় বিক্রয় করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ জনকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন জানান, বালিয়াকান্দি সদর ইউনিয়নের আমতলা এলাকায় অভিযান পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭(ক) ধারা ভঙ্গের দায়ে ১৫ (১) ধারার অপরাধে আমতলা গ্রামের মোসলেম বিশ্বাসের ছেলে তৌহিদ বিশ্বাস, শুকুর মোল্লার ছেলে হাসান মোল্লা ও বালিয়াকান্দি গ্রামের সাদেক শেখের ছেলে রাশেদ শেখকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এ সময় বালিয়াকান্দি থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
তিনি আরোও জানান, উপজেলাতে যদি কোনো ব্যক্তি অবৈধভাবে মাটি বালু উত্তোলন করেন তাহলে তার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

