আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাদারীপুরে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ, মারা গেলেন আরও একজন

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ, মারা গেলেন আরও একজন

মাদারীপুরের খোয়াজপুরে মসজিদের ভেতরে কুপিয়ে হত্যার ঘটনায় আরও একজন মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বড় ভাই রাজু হাওলাদার। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো চারজনে।

বিজ্ঞাপন

নিহত তাজেল হাওলাদার (১৮) জেলার সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর-টেকেরহাট গ্রামের আজিজুল হাওলাদারের ছেলে।

তাজেলের বড় ভাই রাজু হাওলাদার জানান, আট দিন ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে গত (১৫ মার্চ) শনিবার বাড়ি নিয়ে এসেছিলাম। মঙ্গলবার দুপুরে খাবার খাওয়ার পর আবার অসুস্থ হয়ে পড়ে। এসময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ভর্তি করার আগেই মারা যায়। রা‌তে ময়নাতদন্ত শে‌ষে বুধবার সকা‌ল ১১টায় বা‌ড়ি‌তে মর‌দেহ আনা হয়। যোহর বাদ নামা‌যে জানাজা শে‌ষে বা‌ড়িতে দাফন করা হ‌বে। আমরা মামলার প্রস্তু‌তি নিচ্ছি।

জানা যায়, দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুরে কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন আওয়ামী লীগ নেতা বাহাউদ্দীন নাসিম সমর্থিত খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সরদার। আরেকপক্ষের নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগের আরেক নেতা শাজাহান খান সমর্থিত হোসেন সরদার (৬০)। শনিবার (৮ মার্চ)

খোয়াজপুর সরদারবাড়ি জামে মসজিদের ভেতরে সাইফুল ও তার ভাই আতাবুর সরদারকে কুপিয়ে হত্যা করে হোসেন সরদারের লোকজন। একইসঙ্গে কুপিয়ে আহত করা হয় সাইফুলের আরেক ভাই অলিল সরদার, চাচাতো ভাই পলাশ সরদার (১৭), স্ত্রী সেতু আক্তার ও তাদের দলীয় তাজেল হাওলাদার (১৮) সহ আরো ৮ জনকে। অলিল, পলাশ ও তাজেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৮ মার্চ) মারা যান পলাশ। এর ৮ দিন পর মারা গেলেন তাজেল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন