এমপিও’র দাবিতে মানববন্ধন

৮ বছরেও বেতন পাচ্ছেন না সদরপুর মহিলা কলেজের ডিগ্রি শাখার শিক্ষকরা

উপজেলা প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ২১: ৩৯

দীর্ঘ আট বছরেও বেতন-ভাতা পাচ্ছেন না সদরপুর মহিলা কলেজের ডিগ্রি শাখায় নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীরা। প্রতিষ্ঠানটিতে ডিগ্রি শাখায় নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা এমপিও’র ও বেতন-ভাতার দাবি জানিয়েছেন।

রোববার সকাল ১০টায় ফরিদপুরের সদরপুর মহিলা কলেজগেট সংলগ্ন সড়কে এক মানববন্ধনে এই দাবি তুলেন তারা।

বিজ্ঞাপন

কলেজের গভর্নিং বডির সভাপতি কাজী বদরুতজামান বদুর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী শিক্ষক কর্মচারী ও তাদের পরিবারের সদস্যগণ।

মানববন্ধনে সদরপুর কলেজের ডিগ্রীশাখার ভুক্তভোগী প্রভাষক শহিদুল ইসলাম বলেন, আমরা বর্তমানে মানবেতর জীবনযাপন করছি। আমরা নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা বাড়ি থেকে টাকা এনে ডিগ্রি শাখায় ছাত্রী ভর্তি, ক্লাস নেওয়াসহ সমস্ত খরচ বহন করে চলেছি। কিন্তু এমপিওভুক্ত না হওয়ায় বেতন ভাতা পাচ্ছি না।

ভুক্তভোগী আরেক প্রভাষক সাখাওয়াত হোসেন বলেন, কলেজের ডিগ্রি শাখায় পাঠদানের জন্য ২০১৭ সনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমোতাবেক ১৪ জন প্রভাষক ও ৮ জন কর্মচারী নিয়োগ দেয়া হয়। বর্তমানে ডিগ্রি শাখায় ছাত্রী সংখ্যা তিন শতাধিক। আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি কিন্তু অনেক চেষ্টা করেও আমরা ডিগ্রি শাখা ও নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করতে সক্ষম হইনি।

কলেজ অধ্যক্ষ আব্দুল মান্নান হাওলাদার জানান, ২০১৭ সালে পাঠদানের অনুমতিসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির স্বীকৃতি মেলে। নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা কঠোর পরিশ্রম করে পরপর তিন বর্ষে ছাত্রীদের শতভাগ পাস করিয়ে কলেজের মান উন্নীত করেছেন। কিন্তু তবুও তাদের ভাগ্যে জুটে নেই এমপিওভুক্তকরণ। ডিগ্রি শাখা ও নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও ভুক্তি এখন সময়ের দাবি।

কলেজের গভর্নিংবডির সভাপতি কাজী বদরুতজামান বদু ভুক্তভোগী শিক্ষক-কর্মচারীদের সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, আমি এই কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর তাদের সাথে বসেছি। ডিগ্রি শাখাকে প্রতিষ্ঠিত করতে শিক্ষকরা নিরলসভাবে কাজ করে চলেছেন। নিজেদের অর্থ খরচ করে ছাত্রী ভর্তি করিয়ে শাখাকে চলমান রেখেছেন।

প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, ডিগ্রি শাখা এমপিওভুক্ত হলে কলেজটি পূর্ণতা পায়। এমপিওভুক্তিকরণ করা হলে শিক্ষক কর্মচারীরা আর্থিক সচ্ছলতা ফিরে পাবে।

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত