আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাটুরিয়ায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭ জন আদালতে

উপজেলা প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)
সাটুরিয়ায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭ জন আদালতে

মানিকগঞ্জের সাটুরিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের করা মামলায় ৭ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাতে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তাররা হলেন- ফুকুরহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কায়ছার আহমেদ। ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম মন্ডল। সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো. শাহিনুর ইসলাম। ধানকোড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা শুভ। ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য বাদল কুমার সরকার। ফুকুরহাটি ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আফছার উদ্দিন। তিল্লী ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কেব্বত আলী।

সাটুরিয়া থানা সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে ৬০/৭০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম জানান, মামলায় তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন