মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের গোলাই মাটিকাটায় এক অজ্ঞাতনামা ব্যক্তি গাড়িচাপায় নিহত হয়েছেন। রোববার (২৭ জুলাই) ভোরে সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের গোলাই মাটিকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আ. মজিদ মেম্বার জানান, পথযাত্রী ও এলাকাবাসী কাছে খবর পেয়ে দেখি অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ। ধারণা করা হচ্ছে তাকে গাড়িচাপা দিয়ে গেছে। নাম-পরিচয় না জানা এই ব্যক্তি প্রায় দুই সপ্তাহ যাবত গোলাইডাংগা, বাস্তা, গোলাই, মাটিকাটা এলাকায় বস্ত্রহীন অবস্থায় পাগলের মতো ঘোরাফেরা করতো। রাস্তায় রাতযাপন করতো। এখনো তার কোনো পরিচয় পাওয়া যায়নি।
সিংগাইর থানার পুলিশ নিহত ব্যক্তির মৃতদেহ উদ্ধারে ঘটনাস্থলে অবস্থান করছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

