রায়পুরায় ৭০ বস্তা সার জব্দ, ছয় ব্যবসায়ীকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, রায়পুরা (নরসিংদী)
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১৫: ৪৩

নরসিংদীর রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে অবৈধভাবে সার বিক্রির দায়ে ছয় দোকান মালিককে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তাদের দোকান থেকে ৭০ বস্তা অননুমোদিত সার জব্দ করে তাৎক্ষণিকভাবে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

রবিবার দুপুরে উপজেলার জঙ্গা শিবপুর বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

বিজ্ঞাপন

ইউএনও জানান, বিভিন্ন খুচরা সার ব্যবসায়ী অনুমোদন ও লাইসেন্স ছাড়া সার বিক্রি করছেন—এমন অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে ছয়টি ভিন্ন মামলায় মোট ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি, ব্যবসায়ীদের সরকারি অনুমোদন ছাড়া সার ও কীটনাশক বিক্রি না করার জন্য কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোস্তাকিম বিল্লাহ মুনিম ও মো. সোহেল রানাসহ রায়পুরা থানা পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত