
আমার দেশ অনলাইন

খাদ্যের গুণগত মান বজায় রাখতে উদ্ভিদজাত উপাদান ও প্রাকৃতিক রঙ ব্যবহার করে পরিবেশবান্ধব স্মার্ট প্যাকেজিং তৈরির লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে এক গুরুত্বপূর্ণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অর্থায়নে এবং প্রকল্পের ব্যবস্থাপক ও সহকারী অধ্যাপক ড. মো. নাহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব প্যাকেজিং প্রযুক্তি সম্পর্কে জ্ঞান বিনিময় এবং শিল্পক্ষেত্রে এর ব্যবহারিক সম্ভাবনা অন্বেষণ।
এক্ষেত্রে খাদ্যের গুণগতমান ঠিক থাকা বা কমে যাওয়ার বিষয়টি স্বয়ংক্রিয় কালার সিগন্যালের মাধ্যমে বুঝা যাবে। গুরুত্বপূর্ণ এ কর্মশালায় সভাপতিত্ব করেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ গুলজারুল আজিজ এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. সাজ্জাত হোসেন সরকার কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় ডিন, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধা, পরিচালক, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন গাকৃবির ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. এমদাদুল হক। পরে কর্মশালায় প্রকল্পের ব্যবস্থাপক ড. মো. নাহিদুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
তার উপস্থাপনায় খাদ্যের নিরাপত্তা ও সতেজতা রক্ষায় উদ্ভিদজাত পলিস্যাকারাইড ও প্রাকৃতিক রঙ ব্যবহার করে কীভাবে স্মার্ট সেন্সরভিত্তিক প্যাকেজিং তৈরি করা সম্ভব, সে বিষয়ে বিশদ ধারণা তুলে ধরা হয়।
প্রবন্ধ উপস্থাপনা শেষে ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে এবং কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সঙ্গে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়, যেখানে প্যাকেজিং প্রযুক্তির ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে প্রাণবন্ত আলোচনা ও ফলপ্রসূ মন্তব্য উঠে আসে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ড. আসাদুজ্জামান বলেন, এ প্রজেক্টের মাধ্যমে বিদেশের উপর আমদানি নির্ভরতা কমিয়ে দেশের মধ্যেই কীভাবে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব প্যাকেজিং করা সম্ভব সেদিকে বিশেষভাবে গুরুত্ব দেয়া যেতে পারে। পরে সভাপতির সমাপনী বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, খাদ্য নিরাপত্তা এখন শুধু পুষ্টি নয়, পরিবেশের সুরক্ষার সঙ্গেও সম্পর্কিত। আমাদের গবেষণা যেন প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে টেকসই সমাধান দেয় সেই দিকেই বিশ্ববিদ্যালয় কাজ করছে। এই স্মার্ট প্যাকেজিং উদ্যোগ ভবিষ্যতের খাদ্য সংরক্ষণে নতুন দিগন্ত উন্মোচন করবে।
এক্ষেত্রে পেটেন্ট অর্জনে যথাযথ উদ্যোগ এবং ভোক্তা পর্যায়ে যাতে নিরাপদ ও সূলভমূল্যে পাওয়া যায় সেদিকে খেয়াল রাখার আহ্বানও জানান তিনি।

খাদ্যের গুণগত মান বজায় রাখতে উদ্ভিদজাত উপাদান ও প্রাকৃতিক রঙ ব্যবহার করে পরিবেশবান্ধব স্মার্ট প্যাকেজিং তৈরির লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে এক গুরুত্বপূর্ণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অর্থায়নে এবং প্রকল্পের ব্যবস্থাপক ও সহকারী অধ্যাপক ড. মো. নাহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব প্যাকেজিং প্রযুক্তি সম্পর্কে জ্ঞান বিনিময় এবং শিল্পক্ষেত্রে এর ব্যবহারিক সম্ভাবনা অন্বেষণ।
এক্ষেত্রে খাদ্যের গুণগতমান ঠিক থাকা বা কমে যাওয়ার বিষয়টি স্বয়ংক্রিয় কালার সিগন্যালের মাধ্যমে বুঝা যাবে। গুরুত্বপূর্ণ এ কর্মশালায় সভাপতিত্ব করেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ গুলজারুল আজিজ এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. সাজ্জাত হোসেন সরকার কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় ডিন, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধা, পরিচালক, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন গাকৃবির ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. এমদাদুল হক। পরে কর্মশালায় প্রকল্পের ব্যবস্থাপক ড. মো. নাহিদুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
তার উপস্থাপনায় খাদ্যের নিরাপত্তা ও সতেজতা রক্ষায় উদ্ভিদজাত পলিস্যাকারাইড ও প্রাকৃতিক রঙ ব্যবহার করে কীভাবে স্মার্ট সেন্সরভিত্তিক প্যাকেজিং তৈরি করা সম্ভব, সে বিষয়ে বিশদ ধারণা তুলে ধরা হয়।
প্রবন্ধ উপস্থাপনা শেষে ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে এবং কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সঙ্গে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়, যেখানে প্যাকেজিং প্রযুক্তির ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে প্রাণবন্ত আলোচনা ও ফলপ্রসূ মন্তব্য উঠে আসে।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ড. আসাদুজ্জামান বলেন, এ প্রজেক্টের মাধ্যমে বিদেশের উপর আমদানি নির্ভরতা কমিয়ে দেশের মধ্যেই কীভাবে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব প্যাকেজিং করা সম্ভব সেদিকে বিশেষভাবে গুরুত্ব দেয়া যেতে পারে। পরে সভাপতির সমাপনী বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, খাদ্য নিরাপত্তা এখন শুধু পুষ্টি নয়, পরিবেশের সুরক্ষার সঙ্গেও সম্পর্কিত। আমাদের গবেষণা যেন প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে টেকসই সমাধান দেয় সেই দিকেই বিশ্ববিদ্যালয় কাজ করছে। এই স্মার্ট প্যাকেজিং উদ্যোগ ভবিষ্যতের খাদ্য সংরক্ষণে নতুন দিগন্ত উন্মোচন করবে।
এক্ষেত্রে পেটেন্ট অর্জনে যথাযথ উদ্যোগ এবং ভোক্তা পর্যায়ে যাতে নিরাপদ ও সূলভমূল্যে পাওয়া যায় সেদিকে খেয়াল রাখার আহ্বানও জানান তিনি।

রাজবাড়ীর গোয়ালন্দের নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে হামলা, লুটপাট ও কবর থেকে লাশ তুলে পোড়ানো ঘটনার আড়াই মাস পর মামলা দায়ের করা হয়েছে।
১১ মিনিট আগে
লক ডাউন চলাকালীন সময়ে পরিত্যক্ত একটি লাগেজ থেকে ফের আরও ৩২ বোতল পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। আওয়ামী-লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে এসব বোমা সেখানে রাখা হয়েছিল বলে ধারনা পুলিশের। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি।
৩১ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিনে জামায়াতের ৩০ নেতাকর্মী বিএনপিতে যোগদানের ঘটনা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যেপ্রণোদিত বলে জানিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী।
৩৩ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকাসহ বিভিন্ন অভিযোগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ৩ কর্মকর্তাকে স্থায়ী ও ৩ কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
১ ঘণ্টা আগে