আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

নারায়ণগঞ্জে স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার পর হাবিবুল্লাহ শিপলু (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের বাবুরাইল বৌ বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন শিপলুর স্ত্রী মোহিনী আক্তার মীম (২৫) ও ছেলে আফরান (৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবুরাইল এলাকার `রংধনু সমিতি’ নামে একটি সমিতির ম্যানেজার ছিলেন শিপলু। ২০২১ সালে সমিতির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর থেকে টাকার লেনদেন সংক্রান্ত বেশ কিছু বকেয়া তার উপর চাপ সৃষ্টি করছিল। এ অবস্থায় মানসিক চাপে পড়ে তিনি প্রথমে স্ত্রী ও সন্তানকে বালিশচাপা দিয়ে হত্যা করেন। পরে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আর্থিক সংকটের কারণেই এ হত্যাকাণ্ডের পর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন