আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খোকন দাসের পরিবারের পাশে থাকবে বিএনপি: তারেক রহমানের এপিএস

উপজেলা প্রতিনিধি, ডামুড্যা (শরীয়তপুর)

খোকন দাসের পরিবারের পাশে থাকবে বিএনপি: তারেক রহমানের এপিএস

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এপিএস ও শরীয়তপুর- ৩ আসনে দলটির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, খোকন দাস ছিলেন একজন গ্রাম চিকিৎসক, তার জীবদ্দশায় তিনি অনেক মানুষের উপকার করেছেন। কিন্তু তাকে যেভাবে মারা হয়েছে তা সম্পূর্ণ অমানবিক। আমরা খোকন দাসের পরিবারের পাশে রয়েছি এবং যে কোনো মূল্যে তার খুনিদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার করতে হবে। এর জন্য আমরা বিএনপি পরিবার দেশবাসীকে সাথে নিয়ে প্রশাসনের কাছে এর সুষ্ঠু ও সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছি।

বিজ্ঞাপন

রোববার সকাল ৯টার দিকে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ব্যবসায়ী খোকন চন্দ্র দাস (৫০) এর বাড়িতে গিয়ে স্বজনদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি ব্যবসায়ী খোকন চন্দ্র দাস এর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।

এছাড়াও তিনি বিএনপি পরিবারের পক্ষ থেকে খোকন দাসের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, ডামুড্যা উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, স্কুল শিক্ষক এনামুল হক, ইউপি সদস্য ইব্রাহিম মাদবর, স্বপন গোলদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন