রাজধানীতে অস্ত্রসহ ৭ ছিনতাইকারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, সাভার
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ১৪: ২৯

রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী বুলেটসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বিজ্ঞাপন

সোমবার রাতে বেড়িবাঁধ এলাকায় হাজারীবাগ থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ধারালো ছুরি, সুইচ গিয়ার, দা ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. সাগর ওরফে বুলেট (২০), মো. রবিউল সানি (২০), মো. বাপ্পী (২৫), জীবন ওরফে হৃদয় (২১), মো. আকাশ ওরফে রানা (২৮), মো. ইমন হোসেন (২২) ও মো. মারুফ (২৮)।

এ ঘটনায় হাজারীবাগ থানায় গ্রেপ্তার সাতজনসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত