আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শাপলা প্রতীক আমরা অবশ্যই পাবো: সারজিস আলম

মানিকগঞ্জ প্রতিনিধি
শাপলা প্রতীক আমরা অবশ্যই পাবো: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘শাপলা প্রতীক আমরা অবশ্যই পাবো। নির্বাচন কমিশন এখন পর্যন্ত আমাদের শাপলা প্রতীক না দেয়ার কোনো আইনগত কারণ দেখাতে পারেনি। শাপলা আমাদের ন্যায্য দাবি, আমরা শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেব।’

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের পৌর বিপণী সিটির ড্রিম কনভেনশন হলে এনসিপির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

জুলাই সনদ প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘জুলাই সনদের আইনগত ভিত্তি ও বাস্তবায়নের প্রক্রিয়া নিশ্চিত করা হলে আমরা যেকোনো সময় এতে স্বাক্ষর করতে প্রস্তুত।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জাহিদ তালুকদার এবং সঞ্চালনা করেন যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট এ এইচ এম মাহফুজ।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার।

সভায় জেলা ও উপজেলা পর্যায়ের এনসিপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন