সরকারি বিরোধী কর্মকাণ্ড প্রচারণার সময় গ্রেপ্তার ছাত্রলীগ সভাপতি

উপজেলা প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ১৪: ২৪
আপডেট : ১৮ জুন ২০২৫, ১৪: ২৪

সরকার বিরোধী কর্মকাণ্ডের প্রচারণার সময় গ্রেপ্তার করা হয়েছে ফরিদপুর সদরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মিমকে। মঙ্গলবার রাত ১১টায় উপজেলার আকোটের চর ইউনিয়নের মনিকোঠা বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেপ্তার মশিউর রহমান মিম উপজেলার বাছের বেপারী ডাংগী গ্রামের মোন্নাফ বেপারীর ছেলে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনিকোঠা বাজার থেকে ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান মিমকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি নাজমুল আরও বলেন, মশিউর রহমান মিম সরকার পতনের পর পলাতক ছিলেন। কিন্ত কিছুদিন যাবৎ এলাকায় এসে তার সংগঠন নেতাকর্মীদের নিয়ে দেশ ও সরকার বিরোধী কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করে আসছিলো এই সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গত ২ ফেব্রুয়ারি উপজেলার জয়বাংলা বাজার এলাকায় শেখ হাসিনায় আস্থা লিফলেট বিতরণ মামলায় মিমের পরোক্ষভাবে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে এবং তাকে আমরা এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত