আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শিশুকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

শিশুকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

শিবচরে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধকে গ্রেপ্তার করছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেলে উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের রাজারচর মোল্লাকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তোতা শেখ স্থানীয় মৃত নেওয়াজ শেখের ছেলে।

শিবচর উপজেলার সন্ন্যাসী চর ইউনিয়নের রাজারচর কাজিকান্দি গ্রামের সাদিয়া নামের ৫ বছরের একটি শিশু মেয়েকে তোতা শেখ তার নিজ বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক যৌন হয়রানি চেষ্টা করে। এ সময় মেয়েটি চিৎকার করলে আশেপাশের লোকজন তাকে পুলিশের হাতে তুলে দেয়।

স্থানীয় আব্দুল্লাহ আল ইসলাম বলেন, তোতা শেখ এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে আমি লোকের কাছে শুনেছি। আমরা এলাকাবাসী তার কঠিন শাস্তি দাবি করছি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রতন শেখ বলেন, আমাদের পুলিশ টিম তোতা শেখকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে এর আগেও এলাকায় মেয়ে শিশুদের যৌন হয়রানি করার অভিযোগ রয়েছে বলে আমরা শুনেছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন