আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সেই মান্নান ভূইয়ার আসনে বিএনপির প্রার্থী মনজুর এলাহী

উপজেলা প্রতিনিধি, শিবপুর (নরসিংদী)

সেই মান্নান ভূইয়ার আসনে বিএনপির প্রার্থী মনজুর এলাহী

সেই মান্নান ভূইয়ার আসনে বিএনপি প্রার্থী হয়েছেন মনজুর এলাহী। বুধবার দুপুরে তার হাতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়ন ফরম তুলে দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বিজ্ঞাপন

জানা গেছে, মান্নান ভূইয়া ছিলেন নরসিংদী- ৩ (শিবপুর) আসনের প্রার্থী ও বিএনপির সাবেক মহাসচিব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলটির প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। তিনি সদর উপজেলা পরিষদের দুইবার উপজেলা চেয়ারম্যান ছিলেন।

দলীয় মনোনয়ন পেয়ে মনজুর এলাহী মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করে বলেন, শিবপুরবাসীর দোয়া আল্লাহপাক কবুল করেছেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...