পাকুন্দিয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, (পাকুন্দিয়া) কিশোরগঞ্জ
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ১৭: ১২

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হাদিউল ইসলাম (৪৫) কে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে হোসেন্দী নামাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪।

বিজ্ঞাপন

গ্রেপ্তার হাদিউল ইসলাম হোসেন্দী নামাপাড়া গ্রামের আবদুল মোতালেবের ছেলে। তিনি গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে হোসেন্দী ইউপি থেকে চেয়ারম্যান নির্বাচিত হন।

র‌্যাব সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় কিশোরগঞ্জ সদর থানায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি ওই ইউপি চেয়ারম্যান। মঙ্গলবার দিবাগত রাতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

বুধবার সকালে র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত