বাবার কবরের পাশে শায়িত ছামীম
এম হারুন অর রশীদ, ভেদরগঞ্জ (শরীয়তপুর)
জুলেখা বেগমের স্বামীর মৃত্যুর সাতমাসের মাথায় মারা গেছেন ছোটো ছেলে আব্দুল্লা আল ছামীম। স্বামীর শোক কাটতে না কাটতেই সন্তানের শোকে তিনি এখন পাগলপ্রায়। তার ছেলে ছামীম নিহত হন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায়।
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ডিএমখালি ইউনিয়নের মাঝি কান্দি গ্রামের আকাশ-বাতাসে বইছে ছামীমকে হারানোর শোক। মঙ্গলবার সকাল ৯টায় জানাজা শেসে মাঝিকান্দি গ্রামে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। ডিএম খালির চরভয়রা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
জুলেখা বেগম বলেন, আমার মানিককে ডাক্টার বানানোর স্বপ্ন নিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করেছিলাম। আমার সে স্বপ্ন বিমান বিধ্বস্তের আগুনে পুড়ে ছাই হয়ে গেলো। আমার মানিন কি যে কষ্ট নিয়ে চলে গেলেন! হে আল্লাহ আমি আর বলতে পারছি না। ছোটবেলা থেকে ভীষণ মেধাবী ছিল আমার ছেলে। ওর স্বপ্ন ছিল বড় হয়ে চিকিৎসক হবে।
নিহতের চাচা ডিএমখালি শহীদ সিরাজ সিকদার কলেজের শিক্ষক মো. মোতালেব হোসেন মাঝি জানান, ছামীম ছিলো ৩ ভাইবোনের মধ্যে ছোট। তার বাবা কামাল উদ্দিন মাঝি সৌদি আরব প্রবাসী ছিলেন। ৭ মাস হলো তিনি মারা গেছেন। ২ ভাই, ১ বোন নিয়ে তার মা রাজধানির উত্তরায় বসবাস করতেন। বড় ছেলে এলএলবি অধ্যায়নরত আর বোন তার পড়ালেখা শেষ করেছে।
নিহতের মামা সাংবাদিক সাইফুল ইসলাম বলেন, ছোট ভাগিনাকে পরিবারের সবাই অনেক ভালো বাসতাম। মহান আল্লাহ আমাদের পরিবারের হাসি ও আনন্দের উপহার হিসেবে এ ভাগিনাকে পাঠিয়ে ছিলেন। তিনিই আবার আমাদের সবাইকে শোক সাগরে ভাসিয়ে ওকে নিয়ে গেলেন। এ শোক ওর মা কিভাবে সইবে জানিনা। আল্লাহ ছামীমকে যেন জান্নতবাসী করেন।
বুকের মানিক হারিয়ে নিহতের মা জুলেখা বেগম পাগল প্রায়। তার করুন আত্মনাথে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে।
এ ব্যাপারে ভেদরগঞ্জের (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী মোহাম্মদ মোজাহেরুল হক বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। শোকসন্তপ্ত পরিবারের পাশে আমরা সব সময় থাকবো।
জুলেখা বেগমের স্বামীর মৃত্যুর সাতমাসের মাথায় মারা গেছেন ছোটো ছেলে আব্দুল্লা আল ছামীম। স্বামীর শোক কাটতে না কাটতেই সন্তানের শোকে তিনি এখন পাগলপ্রায়। তার ছেলে ছামীম নিহত হন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায়।
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ডিএমখালি ইউনিয়নের মাঝি কান্দি গ্রামের আকাশ-বাতাসে বইছে ছামীমকে হারানোর শোক। মঙ্গলবার সকাল ৯টায় জানাজা শেসে মাঝিকান্দি গ্রামে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। ডিএম খালির চরভয়রা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
জুলেখা বেগম বলেন, আমার মানিককে ডাক্টার বানানোর স্বপ্ন নিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করেছিলাম। আমার সে স্বপ্ন বিমান বিধ্বস্তের আগুনে পুড়ে ছাই হয়ে গেলো। আমার মানিন কি যে কষ্ট নিয়ে চলে গেলেন! হে আল্লাহ আমি আর বলতে পারছি না। ছোটবেলা থেকে ভীষণ মেধাবী ছিল আমার ছেলে। ওর স্বপ্ন ছিল বড় হয়ে চিকিৎসক হবে।
নিহতের চাচা ডিএমখালি শহীদ সিরাজ সিকদার কলেজের শিক্ষক মো. মোতালেব হোসেন মাঝি জানান, ছামীম ছিলো ৩ ভাইবোনের মধ্যে ছোট। তার বাবা কামাল উদ্দিন মাঝি সৌদি আরব প্রবাসী ছিলেন। ৭ মাস হলো তিনি মারা গেছেন। ২ ভাই, ১ বোন নিয়ে তার মা রাজধানির উত্তরায় বসবাস করতেন। বড় ছেলে এলএলবি অধ্যায়নরত আর বোন তার পড়ালেখা শেষ করেছে।
নিহতের মামা সাংবাদিক সাইফুল ইসলাম বলেন, ছোট ভাগিনাকে পরিবারের সবাই অনেক ভালো বাসতাম। মহান আল্লাহ আমাদের পরিবারের হাসি ও আনন্দের উপহার হিসেবে এ ভাগিনাকে পাঠিয়ে ছিলেন। তিনিই আবার আমাদের সবাইকে শোক সাগরে ভাসিয়ে ওকে নিয়ে গেলেন। এ শোক ওর মা কিভাবে সইবে জানিনা। আল্লাহ ছামীমকে যেন জান্নতবাসী করেন।
বুকের মানিক হারিয়ে নিহতের মা জুলেখা বেগম পাগল প্রায়। তার করুন আত্মনাথে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে।
এ ব্যাপারে ভেদরগঞ্জের (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী মোহাম্মদ মোজাহেরুল হক বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। শোকসন্তপ্ত পরিবারের পাশে আমরা সব সময় থাকবো।
মঙ্গলবার (২১অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে,এম হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি- সাধারন সম্পাদকসহ ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটি ঘোষনা দেন। ওই কিমিটির নির্বাহি সদস্য হিসেবে নূর আলমের নাম রয়েছে।
২৬ মিনিট আগেনিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
১ ঘণ্টা আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
১ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
২ ঘণ্টা আগে