টাঙ্গাইলের মধুপুরে পঞ্চম শ্রেণি পড়ুয়া ১১ বছর বয়সি এক কন্যাশিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে তার সৎ পিতার শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।
বুধবার বেলা ১১টায় উপজেলার জলছত্র ২৫ মাইল বাজার এলাকায় ‘বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস)’ মধুপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মধুপুর শাখার চেয়ারম্যান উৎপল রেমা, বাগাছাসের কেন্দ্রীয় সভাপতি অনিক রেমা প্রমুখ।
বক্তারা উপজেলার কুড়াগাছা ইউনিয়নের ধরাটি কোনাবাড়ী এলাকার মনির নকরেকের নামে ওই সৎ পিতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

