ভাতিজি জামাইয়ের হাতে চাচা শ্বশুর খুনের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, (অষ্টগ্রাম) কিশোরগঞ্জ
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১৯: ১৭

কিশোরগঞ্জের হাওর বেষ্টিত মিঠামইনে চাচা শ্বশুরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজি জামাইয়ের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের কলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক মো. মুকতু মিয়া কলাপাড়া গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে।

বিজ্ঞাপন

অভিযুক্ত সোহেল মিয়া ঘাগড়া একই ইউনিয়নের ভরা গ্রামের বাসিন্দা। তিনি, বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক মাস আগে নিহত মুকতু মিয়ার প্রবাসী ছেলেকে মুঠোফোনে বিয়ে করানো হয় কাটখাল ইউনিয়নে। সম্প্রতি ছেলে দেশে এলে স্বামী-স্ত্রীর মাঝে বনিবনা না হওয়ায় মুকতুর ছেলের বৌ বাপের বাড়ি চলে যায়।

এ নিয়ে মুকতু মিয়া ও তার আপন ভাই মফিজ মিয়ার মধ্যে পারিবারিক দ্বন্দ্ব চলছিল কয়েকদিন ধরে। আজ শুক্রবার সকালে এ ঘটনার জের ধরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটা-কাটি ঝগড়া শুরু হয়।

এ সময় তাদের পাশেই মফিজ মিয়ার মেয়ের জামাই সোহেল মিয়া কোদাল দিয়ে কাজ করছিলেন, এক পর্যায়ে সোহেল মিয়া তার হাতে থাকা কোদাল দিয়ে মুকতু মিয়াকে আঘাত করেন। এতে, গুরুতর আহত হন মুকতু মিয়া। পরে স্বজনরা মুকতু মিয়াকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক৷ তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠামইন থানার ওসি আলমগীর কবির জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চালছে। অভিযোগের ভিত্তিতে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত