আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চলন্ত বাসে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, আটক তিন

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

চলন্ত বাসে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, আটক তিন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক কলেজছাত্রীকে রাতভর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে বাসের চালক, হেলপারসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় বাসটিও জব্দ করা হয়েছে। আটকরা হলো বাসচালক আলতাফ (২৫), চালকের সহযোগী রাব্বি (২১) ও সাগর (২৪)।

এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মো. শরীফ জানান, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে মিরপুর সরকারি বাঙলা কলেজের দর্শন বিভাগের ছাত্রী ভিকটিম ঢাকার সাভারের রেডিও কলোনি থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনের বাসে ওঠেন। বাসে তখন দুজন যাত্রী ছিলেন। পরে যাত্রীরা নামার পর এই কলেজছাত্রীকে আটকে রেখে সঙ্গে থাকা স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে বাসটি বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ওই ছাত্রীকে রাতভর ধর্ষণের পর ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে ধর্ষণকারীরা।

বিজ্ঞাপন

দুপুরের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনের করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের ওপর সন্দেহজনক অবস্থায় দাঁড়ালে হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনাটি প্রকাশ পায়। পরে ভিকটিমকে উদ্ধার করে টাঙ্গাইল সদর থানায় নেওয়া হয় আর ধর্ষকদের আটক করা হয় ।

এদিকে তথ্য দিয়ে সহযোগিতা না করে ভিকটিমের বক্তব্য ও আসামিদের ছবি নিতে গেলে সংবাদকর্মীদের বাধা দেয় টাঙ্গাইল সদর থানা পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন