আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ৩

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ৩
ছবি: আমার দেশ।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এসময় ১৩৫ কেজি গাঁজা, ১০ হাজার পিস ইয়াবা, ২৯০ বোতল ফেনসিডিল, ১ হাজার ৩৩১ বোতল ফেনসিডিলের ন্যায় ইস্কাবসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে লাভরাপাড়া গ্রামের আমানউল্লাহর ছেলে তানজিদ হাসান(২৮), আলাউদ্দিনের ছেলে রিফাত মিয়া(১৮), রোকন উদ্দিন ছেলে রিদুল মিয়া(২৩)।

বিজ্ঞাপন

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে লাভরাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ আর্মি ক্যাম্পের মেজর শরিফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লাভরাপাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত ৩ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ। আটকের পর তাদেরকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রূপগঞ্জ থানা ওসি মোঃ সবজেল হোসেন বলেন, এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন