আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক নিহত

উপজেলা প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)

সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক নিহত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম এলাহীর মোড় নামক স্থানে সিএনজি-ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকের নিহত হয়।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে সাটুরিয়া থেকে দরগ্রাম বাজারমুখী একটি সিএনজি দরগ্রাম থেকে সাটুরিয়া মুখী অটোরিকশা এলাহীর মোড়ে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশা চালক রফিকুল ইসলামকে (৪৫) গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহত রফিকুল বরাইদ ইউনিয়নের গোপালপুর গ্রামের আজান মিয়ার পুত্র।

সিএনজি চালক বারেক (৪০) আহত হন। তাকেও মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বারেক দড়গ্রাম ইউনিয়নের রৌহা গ্রামের চান মিয়ার পুত্র।

সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম জানান, ঘটনা শুনেছি, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...