সাভারে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালিত
স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮: ০০

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেব সাভারে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আধাবেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কাজ ছেড়ে অবস্থান করে দাবির পক্ষে বিক্ষোভ করেন তারা।
সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ জানান দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কেন্দ্রীয় সকল কর্মসূচি পালন করে যাবেন।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com