ফরিদপুরে শামা ওবায়েদ
উপজেলা প্রতিনিধি, (সালথা) ফরিদপুর
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ভাঙ্গার মানুষ তাদের ন্যায্য দাবি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনে মাঠে ছিল। কিন্তু ফ্যাসিবাদের দোসররা আন্দোলনে ঢুকে প্রশাসনের গাড়িসহ বিভিন্ন স্থাপনায় লঙ্কাকাণ্ড চালিয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা সদরের বাইপাস সড়কে জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মী সম্মেলনের আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল সালথা উপজেলা শাখা।
শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীরা ঘরে থাকতে পারেনি। অনেককে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে, নির্যাতন করা হয়েছে, পুলিশ বাড়ি বাড়ি তল্লাশি চালিয়েছে। না পেলে পরিবারের সদস্যদের গালিগালাজ করা হয়েছে।
তিনি আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম। অন্যান্য ধর্মাবলম্বীরাও আমাদের ভাই-বোন। তাই সকল ধর্ম-বর্ণ ও দল-মত নির্বিশেষে সবাইকে আসন্ন জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ফেব্রুয়ারির নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
আলেম-ওলামাদের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, মসজিদ-মাদরাসা ভিত্তিকভাবে ইউনিয়ন পর্যায়ে ওলামা দলের শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে।
ফরিদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. দেলোয়ার হোসেন জিল্লুর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান মোল্লা, সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, বিএনপি নেতা শাহিন মাতুব্বর ও খন্দকার খায়রুল বাসার আজাদ প্রমুখ।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ভাঙ্গার মানুষ তাদের ন্যায্য দাবি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনে মাঠে ছিল। কিন্তু ফ্যাসিবাদের দোসররা আন্দোলনে ঢুকে প্রশাসনের গাড়িসহ বিভিন্ন স্থাপনায় লঙ্কাকাণ্ড চালিয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা সদরের বাইপাস সড়কে জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মী সম্মেলনের আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল সালথা উপজেলা শাখা।
শামা ওবায়েদ বলেন, গত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীরা ঘরে থাকতে পারেনি। অনেককে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে, নির্যাতন করা হয়েছে, পুলিশ বাড়ি বাড়ি তল্লাশি চালিয়েছে। না পেলে পরিবারের সদস্যদের গালিগালাজ করা হয়েছে।
তিনি আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম। অন্যান্য ধর্মাবলম্বীরাও আমাদের ভাই-বোন। তাই সকল ধর্ম-বর্ণ ও দল-মত নির্বিশেষে সবাইকে আসন্ন জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ফেব্রুয়ারির নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
আলেম-ওলামাদের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, মসজিদ-মাদরাসা ভিত্তিকভাবে ইউনিয়ন পর্যায়ে ওলামা দলের শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে।
ফরিদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. দেলোয়ার হোসেন জিল্লুর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান মোল্লা, সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, বিএনপি নেতা শাহিন মাতুব্বর ও খন্দকার খায়রুল বাসার আজাদ প্রমুখ।
চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
২ ঘণ্টা আগে