মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা সদরের সাথে ভাটারা বাজার হতে দিঘলিয়া ইউনিয়নের চিতার মোড় পর্যন্ত এবং চিতার মোড় হয়ে চাচিতারা বাজার পর্যন্ত সংযোগ সড়কটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে বাড়ছে জনদুর্ভোগ। সাটুরিয়া উপজেলার এই সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে।
ভাটারাবাজার থেকে ঈনাম সাফুল্লীর চিতার মোড়, চিতারমোড় থেকে চাচিতারা বাজার মোড় পর্যন্ত সাড়ে সাত কিলোমিটার সড়কে খানাখন্দে ভরে গেছে। সড়কটি চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টি হলে রাস্তায় জমে পানি। ফলে ঘটে নানা দুর্ঘটনা। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, রোগী পথযাত্রীরা প্রতিদিনই ভয়াবহ দূ্র্ভোগ- ভোগান্তি পোহাচ্ছেন। শিক্ষার্থীরা স্কুলে যাতায়াত করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ, এ সড়কে চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়েছে।
অসুস্থদের হাসপাতালে নেওয়া ঝুঁকিপূর্ণ এ সড়কে। ভুক্তভোগীরা জানান, সড়কের দীর্ঘদিন সংস্কারের অভাবে ও অবহেলায় বর্তমানে সম্পূর্ণ অচল হয়ে পড়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে জানান এলাকার ভুক্তভোগী জনসাধারণ। এদিকে এলাকার হারুন মেম্বার, সুজনমেম্বার,মামুন মেম্বার,হেলাল উদ্দিন মাস্টার জানান সড়কের সংস্কারের জন্য কর্তৃপক্ষকে জানালেও কোনো ফল পাওয়া যায়নি। দ্রুত সড়ক সংস্কার করার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।
সাটুরিয়া উপজেলা প্রকৌশলী মো. ইমরুল হাসান বলেন, চলতি অর্থবছরে সড়ক মেরামত জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রস্তাবনা গৃহীত হলে সড়ক মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

