আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

উদ্ধারের ২৪ ঘণ্টা পর

ফরিদপুরে নিষ্ক্রিয় করা হলো শক্তিশালী বোমা

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরে নিষ্ক্রিয় করা হলো শক্তিশালী বোমা
ছবি: আমার দেশ

ফরিদপুরের উদ্ধার হওয়া শক্তিশালী বোমাটি নিষ্ক্রিয় করেছেন ঢাকা থেকে আসা এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সদস্যরা। আজ রোববার সকাল ১০টায় বালুর বস্তা দিয়ে ঘিরে বিশেষ পদ্ধতিতে এটি নিষ্ক্রিয় করা হয়।

এটি দূর নিয়ন্ত্রিত শক্তিশালী আইইডি বোমা ছিল বলে জানিয়েছেন এটিইউর পুলিশ পরিদর্শক শংকর কুমার ঘোষ। শহরের গোয়ালচামট এলাকায় কুমার নদের পাড়ে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়।

বিজ্ঞাপন

এর আগে শনিবার সকাল ১০টার দিকে শহরের আলীপুর ব্রিজের দক্ষিণ পাশের বস্তির একটি স্কুল ব্যাগ থেকে বোমাটি উদ্ধার করা হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘এ ঘটনার পর থেকে শহরে নজরদারি বাড়ানো হয়েছে। কারা এ ঘটনায় জড়িত, সে বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...