আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাবেক এসআই এখন ভুয়া ডিবি পুলিশ, গণপিটুনি-আটক

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

সাবেক এসআই এখন ভুয়া ডিবি পুলিশ, গণপিটুনি-আটক

ফরিদপুরের বোয়ালমারীতে ডিবি পুলিশের পরিচয়ে এক তেল ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে তুলে নেওয়ার চেষ্টা করেন এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। তবে স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে তাকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

বিজ্ঞাপন

রোববার (২৪ আগস্ট) সকালে বোয়ালমারী পৌরসভার ছোট কামারগ্রামে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম মমিনুর রহমান। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী থানার ধানপুরা গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি ছিলেন পুলিশের সাবেক এসআই।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জ্বালানি তেল ব্যবসায়ী সদানন্দের বাড়িতে ঢুকে নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দেন মমিনুর রহমান। পরে ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে মারধর করতে থাকেন। এতে সন্দেহ হলে সদানন্দের স্ত্রী চিৎকার শুরু করেন। স্থানীয়রা ছুটে এসে বিষয়টি টের পেলে বাজার থেকে সদানন্দের চাচাতো ভাই শিক্ষক মিলন কুমার দাস বাড়িতে আসেন। তিনি এসে দেখেন, সদানন্দ হাতকড়া পড়া অবস্থায় বসে আছেন।

পরিচয় জানতে চাইলে মমিনুর নিজেকে সিআইডির ঢাকা রেঞ্জের কর্মকর্তা দাবি করেন। তবে তার আইডি দেখে উপস্থিত লোকজনের সন্দেহ হয়। এ সময় তার সঙ্গে থাকা এক সহযোগী ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে ধরা পড়লে মমিনুর দাবি করেন, সদানন্দের কাছে তার ৭৫ লাখ টাকা পাওনা আছে।

ভুক্তভোগী সদানন্দ বলেন, ‘আমাদের মধ্যে লেনদেন ছিল, তবে লাভের টাকা আমি পরিশোধ করেছি। এরপরও আমাকে হাতকড়া পড়িয়ে বেধড়ক মারধর করেছে। পরে স্থানীয়রা ভূয়া পুলিশ বুঝতে পেরে তাকে ধরে পুলিশে দেয়। আশা করছি বিষয়টি মিটমাট হয়ে যাবে।’

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মমিনুর রহমানকে আটক করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন