নারায়ণগঞ্জ ফতুল্লার মাসদাইর এলাকায় কৃষক দল নেতা নাভিদুর রহমান পারভেজকে কুপিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসী জাহিদ র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়েছেন। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে এক তরুণীর শরীরে বিদ্ধ হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) দুপুরে পশ্চিম মাসদাইরের বালুরমাঠ সংলগ্ন গাইবান্ধা বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
গুলিবিদ্ধ ওই তরুণীর নাম জবা (১৮)। গুরুতর আহতবস্থায় তাকে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
র্যাব সন্ত্রাসী জাহিদকে ধরতে ওই এলাকায় অভিযান চালিয়েছিল। কিন্তু র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে পালিয়ে যান তিনি।
পুলিশের একটি সূত্র জানায়, শনিবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ২টায় মাসদাইর বাজারে পারভেজকে কুপিয়ে আহত করে মাদক কারবারি জাহিদ, গুট্টা মাসুদ ও গিট্টু রিপন। এ সময় পিস্তল বের করে গুলি করতে দেখা যায় জাহিদকে। ওই ঘটনায় র্যাব ১১-র একটি গোয়েন্দা দল নারায়ণগঞ্জের কালিরবাজার থেকে তথ্য পেয়ে গাইবান্ধা বাজার এলাকায় জাহিদকে ধরতে অবস্থান নেয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে জাহিদ পালানোর চেষ্টা করে। চারদিকে ঘেরাও করে ফেললে তিনি র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়েন। সেখান থেকেই এক রাউন্ড গুলি গিয়ে লাগে জবা আক্তারের বুকে।
পরিবারের সদস্যরা তাকে প্রথমে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ প্রসঙ্গে ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সন্ত্রাসী জাহিদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

