আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বাসে রহস্যজনক আগুন

উপজেলা প্রতিনিধি, শিবালয় (মানিকগঞ্জ)

মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বাসে রহস্যজনক আগুন

ঢাকা আরিচা-পাটুরিয়া মহাসড়কের পাশে শিবালয়ের অদূরে উথলী পাটুরিয়া মোড়ে সারমানু পেট্রোল পাম্পে পার্কিং করে রাখা মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের একটি বাসে রহস্যজনকভাবে আগুন লেগেছে।

রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে বাসটিতে আগুন লাগে। বাসটি আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নবগ্রাম ফায়ার সার্ভিস এর অগ্নিনির্বাপক দল খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে রাত সাড়ে আটটায়।

বিজ্ঞাপন

জানা গেছে, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বাসটি প্রত্যেকদিন শিবালয় উথলী, টেপরা ফলসাটিয়া, বরংগাইল, মহাদেবপুরসহ নানাবিধ এলাকা থেকে শিক্ষার্থীদের তুলে গিলোন্ডো স্কুলে আনা-নেয়া করে এবং ছাত্রছাত্রীদের নিয়ে নিজ নিজ এলাকায় নামিয়ে দিয়ে সারমানু পেট্রোল পাম্পে পার্কিং করে রাখে। ঘটনার দিন একইভাবে স্কুলবাসটি পার্কিং করে রাখা ছিল। রাত সাড়ে সাতটার দিকে বাসটিতে হঠাৎ আগুনের ঘটনা ঘটলে এলাকাবাসীর দ্রুত ফায়ার সার্ভিস ও থানায় খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি এবং অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কেও নিশ্চিত ভাবে জানা যায়নি। এ বিষয়ে ফায়ার সার্ভিস ও শিবালয় থানা পুলিশ তদন্ত করছে বলে সূত্রে জানা গেছে। ঘটনাটি নাশকতা কিনা তা পুলিশ খতিয়ে দেখছে বলে থানা সূত্র জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন