আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মধুখালীতে ভ্রাম্যমাণ আদালতে ২ বীজ ব্যবসায়ীকে জরিমানা

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

মধুখালীতে ভ্রাম্যমাণ আদালতে ২ বীজ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট বাজারের দুই বীজ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে।

সোমবার ( ৮ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বাগাট বাজারের সুজন কিং বীজ ভান্ডারকে ২০০৯ সালের ৪৩ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা, ভাই ভাই বীজ ভান্ডারকে ২০০৯ সালের ভোক্তা আইনের ৫১ ধারা মোতাবেক পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

বিজ্ঞাপন

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রাসেল। এ সময় ফরিদপুর জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. জাহিদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুব ইলাহী উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন খান, আজাদ হুমায়ুন কবির ও মাসুমা চৌধুরী উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত বাগাট বাজারের সুজন কিং বীজ ভান্ডার থেকে বিভিন্ন প্রকার শাক সবজির মেয়াদোত্তীর্ণ বীজ ও নকল ধান বীজের প্যাকেট উদ্ধার করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন