আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিদেশি পিস্তল ও গুলিসহ নাসিম ওসমানের ছেলের সহযোগী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

বিদেশি পিস্তল ও গুলিসহ  নাসিম ওসমানের ছেলের সহযোগী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মাইনুল ইসলাম পাভেল। তিনি ফতুল্লা থানার শাসনগাঁও এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ফতুল্লা মডেল থানার একটি দল শাসনগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামানের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নানের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) আশিষ ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হামিদ সঙ্গীয় ফোর্সসহ পাভেলের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত পাভেল নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। বিগত সরকারের সময়ে তিনি বিসিক শিল্পাঞ্চলসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তার বিরুদ্ধে পূর্বে কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। একই সঙ্গে উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...