আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত হুমায়রার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

উপজেলা প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)
মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত হুমায়রার কবরে
বিমান বাহিনীর শ্রদ্ধা

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত মেহরিন আফরিন হুমায়রার বাড়িতে এসে স্বজনদের সঙ্গে দেখা করেছেন বিমান বাহিনী প্রধানের প্রতিনিধি দল। বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে আসা প্রতিনিধি দল হুমায়রার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

বিজ্ঞাপন

‎সোমবার দুপুরে সখীপুর উপজেলার কেরানি পাড়া গ্রামে নিহত হুমায়রার কবরে বিমান বাহিনীর প্রতিনিধি দল ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এ সময় উপস্থিত ছিলেন বিমান বাহিনীর উইং কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, হুমায়রার বাবা মো. দেলোয়ার হোসেন।

‎উইং কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, বিমান বাহিনী সবসময় ক্ষতিগ্রস্থদের পাশে থাকবে। আল্লাহ নিহত ও আহতদের পরিবারের সদস্যদের দ্রুত এই শোক কাটিয়ে উঠার তওফিক দান করুন সেই প্রার্থনা করি।

হুমায়রার বাবা মো. দেলোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার সময় আমি স্কুলের বাইরে ছিলাম। খবর পেয়ে স্কুলের গেইটে গিয়ে মনে হলো আমি কিয়ামত দেখলাম। আমার সবচেয়ে বড় কষ্ট হলো মৃত্যুর সময় আমি পাশে ছিলাম না। আমার মেয়েটা খুব কষ্ট পেয়ে মরেছে ওর মুখ, শ্বাসনালী পুড়ে গিয়েছিল।

তিনি আরও বলেন, ঢাকা শহরের মত জনবহুল এলাকায় যেন আর কখনো প্রশিক্ষণ বিমান উড়ানো না হয়, এভাবে যেন আর কারও বুক খালি না হয়।‎

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন