আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ছুরিকাঘাতের পর পেট্রোল ঢেলে আগুন

ডামুড্যায় ব্যবসায়ীর মৃত্যু

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

ডামুড্যায় ব্যবসায়ীর মৃত্যু
নিহত খোকন দাশ। ছবি : আমার দেশ

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ছুরিকাঘাতের পর শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যাচেষ্টার শিকার ওষুধ ব্যবসায়ী খোকন দাস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। টানা তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার সকাল ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নিহত খোকন দাস ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকার বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে একজন ওষুধ বিক্রেতা ও মোবাইল ব্যাংকিং সেবাদাতা বিকাশের এজেন্ট হিসেবে পরিচিত ছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতের দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। দুর্বৃত্তরা প্রথমে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এ সময় হামলাকারীদের চিনে ফেলায় তাকে নিশ্চিতভাবে হত্যা করতে শরীর ও মুখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। খোকন দাসের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে তার শরীরের বিভিন্ন স্থানে অস্ত্রোপচার করা হলেও অবস্থার তেমন উন্নতি হয়নি। অবশেষে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে নিহতের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে ডামুড্যা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় কনেশ্বর এলাকার বাবুল খানের ছেলে সোহাগ খান (২৭), সামছুদ্দিন মোল্লার ছেলে রাব্বি মোল্লা (২১) এবং শহীদ সরদারের ছেলে পলাশ সরদারকে (২৫) আসামি করা হয়েছে।

খোকন দাসের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। একই সঙ্গে ক্ষোভে ফেটে পড়েন স্বজন ও এলাকাবাসী। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তানভীর হোসেন বলেন, ‘খোকন দাসের মৃত্যুর বিষয়টি আমরা অবগত হয়েছি। মামলার তদন্ত চলছে। দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট অমিত ঘটক চৌধুরী গভীর শোক প্রকাশ করে বলেন, খোকন দাসের মৃত্যু আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। এ ধরনের ন্যক্কারজনক অপরাধের পুনরাবৃত্তি রোধে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

সর্বশেষ

এলাকার খবর
Loading...