পাবনার ভাঙ্গুড়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজারো নেতাকর্মী নিয়ে দোয়া মাহফিল করেছেন পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।
সোমবার রাতে উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর খেলার মাঠে এই দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম। এতে বক্তব্য দেন, কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মোজাহিদ স্বপন, সদস্য সচিব সাবেক ভাইস চেয়ারম্যান সরদার জাফর ইকবাল হিরোক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম বুরুজ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মজিবর রহমান, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতাউর রহমান খোকন, উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান।
অনুষ্ঠানে কৃষিবিদ তুহিন বলেন-' শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আর বেগম খালেদা জিয়া তার বলিষ্ঠ নেতৃত্বে সেই গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছেন। তাকে দীর্ঘদিন কারাবন্দী করে রাখা হলেও অন্যায়ের সঙ্গে তিনি আপস করেননি । তিনি দেশের মানুষের আশা ও আকাঙ্ক্ষার প্রতীক। আমরা দোয়া করি মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।

