উত্তরার বিমান দুর্ঘটনায় নিহত আয়মান-ছামীমের কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১৮: ৪৫

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত দুই শিক্ষার্থী আয়মান ও আব্দুল্লাহ ছামীমের কবরে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল প্রথমে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালি মাঝিকান্দি গ্রামের ছামীমের কবর জিয়ারত করেন। এরপর নারায়ণপুর গ্রামে শ্রদ্ধা জানান আয়মানের কবরে।

আব্দুল্লাহ ছামীম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও আয়মান চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। দুজনের গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায়।

এ সময়ে বিমান বাহিনীর উইং কমান্ডার আল-আমিন বলেন, আমাদের সামরিক বাহিনীর কোনো সদস্য মৃত্যুবরণ করলে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মাইলস্টোন বিমান দুর্ঘটনায় যারাই নিহত হয়েছেন তাদের পর্যায়ক্রমে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে।

শ্রদ্ধাঞ্জলির সময় স্থানীয় জনতা, স্কুলের শিক্ষক, আত্মীয়স্বজন এবং প্রতিবেশীদের চোখে ছিল অশ্রু। অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। ছোট্ট আয়মান আর ছামীমের খেলার মাঠ, স্কুল ব্যাগ, বইয়ের পাতা—সব যেন আজ একসঙ্গে কেঁদে ওঠে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত