আড়াইহাজারে জামায়াতের মিছিলে বিএনপির নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার গোপালদী পৌরসভার মোল্লার চর এলাকায় এই ঘটনা ঘটে।
হামলায় আহত আড়াইহাজার পৌর শিবির সভাপতি মেহেদী হাসান অর্ণব (২৮), আড়াইহাজার উপজেলা শিবির সভাপতি মিরাজ মাহমুদ (২৪), শিবির কর্মী শাফিন আহমেদ(২৩) ও জামায়াত কর্মী আব্বাস আল মাহমুদকে (৪৭)সহ ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নারয়নগঞ্জ -২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লা এবং মহিলা নেতা কর্মীদের নিয়ে নির্বাচনি প্রচারকালে গোপালদী পৌরসভার বড় মোল্লারচর এলাকায় পৌছালে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বাঁধা দিলে উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি, হাতাহাতি এবং মারামারির ঘটনা ঘটে। এতে জামায়াতের ৪ জন এবং বিএনপির ১ জন আহত হয়।
উপজেলা জামায়াতের দক্ষিণের আমির মাওলানা হাদিউল ইসলাম জানান, মোল্লারচর গ্রামে আমাদের নারী কর্মীরা গনসংযোগে গেলে ওই গ্রামের বিএনপির কর্মী মোরশেদ তাদের বাধাঁ দেয়। খবর পেয়ে আমাদের প্রার্থী ইলিয়াছ মোল্লাসহ নেতা কর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের উপরও হামলা করা হয়।
বিএনপি কর্মী মোরশেদ বলেন, আমরা জামায়াতের নেতা কর্মীদের উপর হামলা করেনি। তারাই আগে আমাকে মাইরপিট করেছে। এতে হাতাহাতির ঘটনা ঘটে। তেমন কিছু হয়নি।
আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় নিন্দা জানিয়ে জামায়াত প্রার্থী অধ্যাপক ইলিয়াছ মোল্লা বলেন, এই ধরণের ঘটনা কাম্য নয়। আমরা প্রশাসনের নিকট এই বিচার চাই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

